বিশ্ব টুকিটাকি : ব্রাসেলসে আত্মঘাতী দু ভাইয়ের নাম ছিলো যুক্তরাষ্ট্রের তালিকায়

ব্রাসেলসে আত্মঘাতী দু ভাইয়ের নাম ছিলো যুক্তরাষ্ট্রের তালিকায়

মাথাভাঙ্গা মনিটর: ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলাকারী দুই ভাই সম্পর্কে হামলার আগে থেকেই অবগত ছিলো যুক্তরাষ্ট্র। তাদের নাম যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসবিরোধী নজরদারির তালিকায় ছিলো। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৮ মার্চ প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে গ্রেফতারের আগে থেকেই দুই ভাই খালিদ এল-বাকরাউয়ি এবং ইব্রাহিম এল-বাকরাউয়ির উপর নজর রাখা হচ্ছিলো। মঙ্গলবার ব্রাসেলসের কাছে ইয়াবেনতেম বিমানবন্দর ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকও রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান। তবে নিহতরা কোথায় হামলার শিকার হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এ হামলার ঘটনায় বেলজিয়ামের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘটনা তদন্তে বেলজিয়াম সরকারকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সাথে সাক্ষাতের পর কেরি বলেন, ওইসব প্রিয় মানুষ যাদেরকে নির্দয়ের মতো আপনাদের কাছ থেকে কেড় নেয়া হয়েছে বা যারা আহত হয়েছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র শোক প্রকাশ এবং প্রার্থনা করছে। হতাহতদের মধ্যে আমেরিকানরাও রয়েছে। দুর্বিষহ এ ঘটনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বেলজিয়াম ও ইউরোপের জনগণের পাশে আছে। এ রকম ন্যাক্কারজনক ঘটনা তদন্তে এবং দোষীদের বিচারের আওতায় আনতে যেকোনো ধরনের সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

নাইজেরিয়ায় সামরিক অভিযানে বোকো হারামের ৮ শতাধিক বন্দি মুক্ত

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ায় সামরিক অভিযানে জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে ৮ শতাধিক বন্দি মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তারা জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বোকো হারামের কাছে আটক আট শতাধিক বন্দিকে মুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে ২৫ বোকো হারাম সদস্য নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে। সেনা মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান জানান, মঙ্গলবার ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর অধীনে অভিযান চালিয়ে কুসুম্মা গ্রাম থেকে ৫২০ জনকে মুক্ত করা হয়। এ সময় তিন বোকো হারাম সদস্য নিহত হন এবং একজনকে জীবিত আটক করা হয়। গত বৃহস্পতিবার নাইজেরীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘ওই এলাকার ১১টি গ্রামে অভিযান চালিয়ে আরও ৩০৯ জনকে বোকো হারামের কবল থেকে মুক্ত করা হয়েছে।’ এসব অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার ১৫

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন আইএসের সাথে সম্পৃক্ত সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, গ্রেফদারকৃতদের সবাই তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত। তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরসহ আরো ছয়টি প্রদেশে তিনদিন অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বিগত তিনবছরে মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের বয়স ২২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন নারীও রয়েছেন। তারা আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

সাংবাদিককে থাপ্পড় মারলেন সানি লিওন

মাথাভাঙ্গা মনিটর: আবারও খবরের শিরোনাম বলিউড তারকা সানি লিওন। এবার অবশ্য নেতিবাচক কারণে। সম্প্রতি এক সাংবাদিককে থাপ্পড় মেরেছেন তিনি। সানির অভিযোগ ওই সাংবাদিক তাকে অশ্লীল প্রশ্ন করেছেন। গত বৃহস্পতিবার ‘প্লে হোলি উইথ সানি লিওন’ নামের একটি অনুষ্ঠানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে ‘নাইট প্রোগ্রামে’ তার চার্জ কত? এই প্রশ্ন শুনেই চটে যান সানি। উত্তরে সবার সামনেই সাংবাদিকের গালে চড় কষালেন এই কানাডিয়ান তারকা। হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। তবে অনুষ্ঠান চালিয়ে যান তিনি। ছিলো ১৫ মিনিটের পারফরমেন্স।