স্টাফ রিপোর্টার: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী শাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮ জন এবং বিএনপি পন্থী নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬ জন জয়ী হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টায় ফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নি (নীল), তাহেরুল ইসলাম (শাদা), সহসম্পাদক পদে একেএম রবিউল ইসলাম সুমন (শাদা), শেখ সিরাজুল ইসলাম (শাদা) আর কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. রমজান আলী শিকদার (শাদা)।
সদস্যপদে নির্বাচিত হয়েছেন শামীম আজিজ (শাদা), নাসরিন রিনা (শাদা), নাসির উদ্দিন সম্রাট (নীল), ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম (নীল), রেজাউল ইসলাম রেজা (নীল), আজিজ মিয়া মিন্টু (শাদা) ও কামাল হোসেন (নীল)। গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ হাজার ৩৬ ভোটারের মধ্যে দুই দিনে মোট তিন হাজার ৯২১ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে গণনা শুরু হয়।
স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন
স্টাফ রিপোর্টার: অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় নারায়ণগঞ্জে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ গৃহবধূ চায়না আক্তারকে (২৮) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চায়নার বাবা সিরাজ বেপারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকায়। দগ্ধ গৃহবধূর ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দশ বছর আগে তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটার সুরুজ মিয়ার ছেলে শুক্কুর মিয়ার সঙ্গে চায়নার বিয়ে হয়। সিয়াম ও মরিয়ম নামে তাদের দুই সন্তান রয়েছে। এক বছর আগে পাশের বাড়ির এক গৃহবধূর সাথে শুক্কুরের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, বিষয়টি চায়না জানতে পেরে স্বামীকে বোঝানোর চেষ্টা করলে তার ওপর নির্যাতন চালাতে থাকে শুক্কুর। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের বচসার এক পর্যায়ে শুক্কুর কেরোসিন ঢেলে চায়নার শরীরে আগুন দেয়।
পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
স্টাফ রিপোর্টার: দোলপূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী প্রতিবন্ধী এক শিশু। গত বৃহস্পতিবার উপজেলার চরচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চরচাঁদপুর গ্রামের মৃত ওহেদ প্রামানিকের ছেলে মাইনুদ্দিন প্রামানিক (৩৫) শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখনও তার যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিলো। তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন।
তিনি জানান, প্রতিবন্ধী হওয়ায় মেয়েকে তিনি স্কুলে দেননি। সব সময় বাড়িতেই থাকতো। বাজারে ডাব বিক্রি করে কোনো রকমে খেয়ে না খেয়ে শিশুটিকে সামান্য চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রেখেছি। এই শিশুর সাথে এমন ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারিনি। এ ঘটনার বিচার দাবি করেছেন শিশুটির বাবা। শিশুটির মা জানান, দোলপূজা দেখার জন্য দুপুরে তার মেয়ে বাড়ি থেকে বের হয়। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় যে যা বলে সে তাই শোনে।
রুনা লায়লার বাসায় নৈশভোজে গুলজার
স্টাফ রিপোর্টার: ভারতীয় কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারের কাছ থেকে বই উপহার পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। গত বৃহস্পতিবার রাতে রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন গুলজার। এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই বইটি রুনা লায়লার হাতে তুলে দেন ।
এ সময় তার সাথে আরও ছিলেন কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।
রাতের খাবার খাওয়ার পাশাপাশি তারা আড্ডায় মেতে উঠেন। রুনাকে উপহার দিয়েছেন গুলজার। আড্ডায় আরও ছিলেন রুনা লায়লার স্বামী অভিনেতা আলমগীর, আলমগীর-কন্যা আঁখি আলমগীর, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক সেলিম আরিফ, কনসার্ট আয়োজক তোচন ঘোষ ও বনি ঘোষ। এ বিষয়ে রুনা লায়লা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।