স্টাফ রিপোর্টর: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পূর্ব পাশের ও সদর উপজেলা পরিষদ চত্বরের পশ্চিম পাশের সড়কের মৃতপ্রায় ঝুঁকিপূর্ণ কড়ুই গাছটি উপড়ে পড়ে যেকোনো সময় জনগণের জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে বলে অনেকেই অভিযোগ করেছেন।
লিখিত এ অভিযোগপত্রটি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান বরাবর পাঠানো হলে তিনি বলেন, বিষয়টি আমি অনেকদিন যাবত অবগত হয়েছি। হাসপাতাল সড়কটি মেরামতের সময় ওই গাছের বেশ কয়েকটি গুরুত্বপর্ণ শেকড় কেটে ফেলা হয়েছে। সে কারণে সদর হাসপাতালের বাউন্ডারি ওয়ালের সাথে এ গাছটি হেলে আছে। কালবৈশাখী ঝড় বা বর্ষণ হলে গাছটি সড়কের ওপর আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছি। যদি গাছটি উপড়ে পড়ে তাহলে সদর উপজেলা চত্বরের মসজিদের ওপর গাছের অধিকাংশ ডালপালা পড়বে। যা ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণ হতে পারে। গুরুত্বপূর্ণ এ সড়কের ঝুঁকিপূর্ণ গাছের পাশ দিয়ে প্রতিনিয়ত আশপাশ এলাকার শত শত রোগী ও জনগণ আসা-যাওয়া করে। জনগণে স্বার্থে গাছটি কেটে ফেলা জরুরি। গাছটি দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।