চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী মুকুলকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রচারণায় আচারণ বিধি লঙ্ঘন করার অপরাধে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তাউর রহমান মুকুলকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে নির্বাচনী প্রচারণা শেষে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল বের করা হয়।  খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মারফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসান। আক্তাউর রহমান মুকুল নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি চুয়াডাঙ্গা উপাজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান নিশ্চিত করেছেন।

Leave a comment