মুজিবনগরে তক্ষক সাপ পাচারকারী দুজনের ৬ মাসের জেল

মুজিবনগর প্রতিনিধি: ভারতে পাচারের প্রস্তুতিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রাম থেকে দুটি তক্ষক সাপসহ দু পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রসিকপুর গ্রামের আব্দুল খালেক (৪০) ও কুষ্টিয়ার ইবি থানার বশির আহম্মেদ (২৫)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, এলাকার একটি প্রতারক চক্র বিলুপ্ত প্রায় তক্ষক সাপ আটক করে ভারতে পাচার করে আসছিলো। আসামিরা দুটি তক্ষক সাপ ভারতে পাচারে প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর থানা পুলিশ রসিকপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় দুটি তক্ষক সাপসহ আব্দুল খালেক ও বশির আহম্মেদকে আটক করে থানায় নেয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের আটক দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।