জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার নবনির্বাচিত পরিষদে প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান ১নং প্যানেল মেয়র, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন ২ নং প্যানেল মেয়র ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পৌরসভার নবনির্বাচিত পরিষদের অধিকাংশ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।