জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে একটি পক্ষ মনোনয়নত্র ক্রয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘ দিন ধরে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নেই। বছরের পর বছর ধরে ম্যানেজিং কমিটি ছাড়াই চলছে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি। এ অবস্থায় আগামী ১০ মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গতকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়। কিন্তু শুরুর দিনেই একটি পক্ষ মনোনয়নপত্র বিতরণে বাধা সৃষ্টি করছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আব্দুস সামাদ মনোনয়নপত্র বিতরণে বাধা দেয়ার কথা স্বীকার করেছেন। আগামী ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে জানানো হয়েছে।