জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর এসএসসি পরীক্ষার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্দীঘদিনের অঘোষিত ছুটি ভোগের পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সরগরম হয়ে উঠেছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্য়ন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাদান চালু রাখার নির্দেশ থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে সরকারি প্রজ্ঞাপন উপেক্ষিত হচ্ছে। অন্যান্য বিদ্যালয়ের মধ্যে গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্যপট ছিলো ভিন্ন। সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের রোল কল দিয়ে বেলা ১০টার দিকে ছুটির ঘণ্টা বাজিয়ে দেয়া হয়েছে। অভিভাবকগণের অভিযোগ পেয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মুন্সি রোকনুজ্জামান ও  ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান লাল বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অভিভাবকগণের অভিযোগের সত্যতা পেয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাগণের নিকট শিক্ষার্থীদের ক্লাস নেয়া  হচ্ছে না কেন জানতে চান তারা। শিক্ষকগণ কমিটির নেতৃবৃন্দের নিকট কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ প্রতিবেদকের নিকট উপরোক্ত তথ্য তুলে ধরে অভিযোগ করাকালে বাড়ি ফিরতে দেখা যায় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আসাদ হোসেন লাদেনকে। এ প্রতিবেদক পিটিএ কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে আসাদ হোসেন লাদেনকে ক্লাস টাইমে ঘরমুখো কেন জানতে চাইলে প্রতিউত্তরে সে জানায়  ক্লাস হয়নি, স্যার রোলকল দিয়ে ছুটি দিয়ে দিয়েছে। শুধু লাদেন নয় এ সময় অনেক শিক্ষার্থীকে বিদ্যালয় ত্যাগ করতে দেখা গেছে। বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ১৫/২০জন শিক্ষার্থী উপস্থিত। পাশে প্রাথমিক বিদ্যালয় চত্বরে কিছু শিক্ষার্থী একটি অনুষ্ঠান উপভোগ করছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ম্যানেজিং কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারির অভাবে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা করুণ হয়ে পড়েছে। এব্যাপারে আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ক্লাস নেয়া হয়েছে। ২৬ মার্চ ও অফিসের খাতাপত্র নিয়ে ব্যস্ত থাকার কারণে এমনটি হয়েছে।

Leave a comment