কালীগঞ্জে ডিবি পরিচয়ে শিবির নেতাকে অপহরণের অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে থেকে শামীম মাহামুদ নামে শিবিরের এক নেতাকে শাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার আছর নামাজের পর তাকে তুলে নেয়া হয় বল তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তার পিতার নাম মাওলানা রুহুল আমিন। কালীগঞ্জ পৌর এলাকার বাকুলিয়া গ্রামে তাদের বাড়ি। সে ঝিনাইদহ সরকারি কে সি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর কালীগঞ্জ পৌর সভার শিবিরের নেতা বলে জানা গেছে। তার পিতা বলেন, বৃহস্পতিবার আছর নামাজের পর প্রাইভেট পড়ানো শেষ করে কলেজপাড়া কাঁচাবাজার রোডে সে দাঁড়িয়েছিলো। এসময় দুটি মোটরসাইকেল যোগে ৪ ব্যক্তি ডিবি পরিচয়ে তার পথরোধ করে। এরপর তাকে মোটরসাইকেলে তুলে ব্র্যাক অফিসের সামনে নিয়ে যায়। পরে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ঝিনাইদহের দিকে নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ ডিবির (ওসি) বলেন আমার কোনো টিম এ ধরনের কাউকে আটক বা গ্রেফতার করেনি।

এ ব্যাপারে কালীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমার এলাকায় পুলিশ এ ধরনের কাউকে আটক বা গ্রেফতার করেনি।

Leave a comment