স্বাধীনতা দিবস ক্রিকেটে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জয়লাভ

 

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ‘সি’ গ্রুপের ক্ষুদে ক্রিকেটাররা ৬৩ রানে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করেছে। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ‘সি’ টিমের অধিনায়ক সিফাত ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ক্রিকেট একাডেমি ১৮০ রান সংগ্রহ করে।

জবাবে স্টেডিয়ামপাড়া একাদশ ১১৭ রানে অলআউট হয়। নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষে বামহাতি ওপেনার তুহিন ৫৫, মারুফ ৩২ ও সাফিন ২৯ রান সংগ্রহ করে। বিজয়ী দলের অন্যান্য ক্রিকেটার হলো: রাতুল, নিরব, সাবিত, তাসদিদ, রকি, তুহিন আলম, রাইসুল, রাকিম, সিহাব, রিফাত, তুর্য, আকাশ, আক্তার, এরফান ও আরোজ আলী। খেলায় জয়লাভ করায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব সকল ক্ষুদে ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন।