মালিঙ্গাকে সরিয়ে শীর্ষে আফ্রিদি

 

মাথাভাঙ্গা মনিটর: লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন পাকিস্তানের শহিদ আফ্রিদি। গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করেন এ পাক অধিনায়ক। মাঠে নামার আগে বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ছিল ৩৭টি। মালিঙ্গাকে পেছনে ফেলতে দরকার ছিল মাত্র ২টি উইকেটের। কিউই ব্যাটসম্যান কলিন মুনরো ও কোরি অ্যান্ডারসনের উইকেট নিয়ে সেই রেকর্ডটি গড়েছেন পাকিস্তান অধিনায়ক। এর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ছিল লাসিথ মালিঙ্গার। লঙ্কান তারকার উইকেট ৩৮টি। তবে চোটের কারণে চলতি টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি।

অন্যদিকে সবকটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেই খেলেছেন আফ্রিদি। যেখানে ৩৩ ম্যাচে ৩৯ উইকেট দখলে ডানহাতি স্পিনারের। অবশ্য মালিঙ্গা খেলতে পারলে এই দুই বোলারের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার প্রতিযোগিতা আরো বেড়ে যেতো। সব মিলিয়ে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৯৭ ম্যাচে ৯৭টি উইকেট নিয়েছেন আফ্রিদি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তারপরেই রয়েছেন পাক অধিনায়কের স্বদেশী উমর গুল (৮৫) ও সাঈদ আজমল ৮৫ উইকেট নিয়ে।