নোয়াখালীতে জোড়া খুন মামলায় ১২ জনের ফাঁসি
স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে এক মোবাইল ব্যবসায়ী ও তার কর্মচারীকে হত্যার দায়ে ১২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর অতিরিক্ত জেলা দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ৯ বছর পরে এ রায় ঘোষণা করা হলো। মৃত্যৃদণ্ডপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন জাবেদ, এলজি কামাল, কামরুল হাসান সোহাগ, রাশেদ ড্রাইভার, আবদুস সবুর, জাফর হোসেন মনু, আলি আকবর সুজন, শামছুদ্দিন ভুট্টু, সাহাব উদ্দিন, নাছির উদ্দিন মঞ্জু, আবু ইউসুফ সুমন ও তোফাজ্জল হোসেন জুয়েল। এদের মধ্যে আবু ইউসুফ সুমন ও তোফাজ্জল হোসেন জুয়েল ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। জজ আদলতের পিপি এটিএম মহিব উল্লাহ জানান, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি রাতে শহরের স্থানীয় ব্যবসায়ী মোবাইল ফেয়ারের মালিক ফিরোজ কবির মিরন ও তার দোকানের কর্মচারী সুমন পাল নগদ ১৩ লাখ টাকা ও কিছু মোবাইলফোন সেট নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নাপিতের পুল এলাকায় সন্ত্রাসাসীরা তাদের দুজকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে তাদেরকে কুপিয়ে খুন করে মরদেহ সড়কের পাশে ফেলে যায়। ঘটনার পরদিন নিহত মিরনের বাবা এবি সিদ্দিক বাবুল মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।
খুলনার বরখাস্তকৃত মেয়র মনি কারাগারে
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নাশকতার মামলায় বুধবার দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মনি। বিচারক অপূর্ব কুমার গোষামী শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করেন। আদালতে মনির পক্ষে অ্যাডভোকেট গোলাম মওলাসহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। এ সময় মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ১১ নভেম্বর খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় খুলনা সদর থানার এসআই অনুকুল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৫ সালের ৩০ এপ্রিল খুলনা সদর থানার এসআই তাপস কুমার পাল কেসিসির তৎকালীন মেয়র মনিরুজ্জামান মনিসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার: সুন্দরবনের শ্যালানদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়। গতকাল বুধবার সচিবালয়ে নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই তথ্য জানান। শাহজাহান খান বলেন, শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ও পরে কয়লাবাহী জাহাজ দুর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকি দেখা দিয়েছে। তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে। বুধবারই সেগুলো শ্যালা নদী দিয়ে পার করিয়ে দেয়া হবে। এরপর আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না। এটি আমরা সিদ্ধান্ত দিয়েছি। গত ১৯ মার্চ সুন্দরবনের শেলা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার ডুবে যায়। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর একই নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে গিয়ে তেল ছড়িয়ে পড়ে।
যশোরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি খুন
স্টাফ রিপোর্টার: যশোরের যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলার আসামি রাসেলকে (২২) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর ২টার দিকে যশোর শহরতলির রাজারহাট কোল্ডস্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার রামনগর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা রাসেলকে হত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, রাসেলের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
ব্রাসেলস হামলার মূল সন্দেহভাজন গ্রেফতার হয়নি
মাথাভাঙ্গা মনিটর: ব্রাসেলসে মঙ্গলবারের সিরিজ বোমা হামলার প্রধান একজন সন্দেহভাজনকে গ্রেফতারের খবর প্রত্যাহার করে নিয়েছে বেলজিয়ান গণমাধ্যম। এর আগে তারা বলেছিল, নাজিম লাচরাউয়ি নামের একজন সন্দেহভাজনকে শহরের আন্ড্রেলেখট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে ওই বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। হামলায় ব্যবহৃত বোমাগুলো নাজিম লাচরাউয়ি বানিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়ামের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ব্রাহিম এবং খালিদ আল-বাকরাউয়ি নামের দুই ভাই আত্মঘাতী হামলাকারী এবং ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলাগুলো চালিয়েছে। এদিকে নিহতদের স্মরণে আজ এক মিনিটের নীরবতা পালন করেছে বেলজিয়ানরা। দেশটি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
নাজিব রাজাকের বিরুদ্ধে মাহাথিরের মামলা
মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জনগণের বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে তিনি ওই মামলা করেন। মাহাথিরের কার্যালয় থেকে গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে হাইকোর্টে এ মামলা হয়েছে। মাহাথিরের সাথে আরও মামলা করেন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএনএমও) সাবেক সদস্য খায়রুদ্দিন বিন আবু হাসান ও আনিনা বিন্তি সাদুদিন। প্রসঙ্গত ইউএনএমওর প্রধান হিসেবেও নাজিব দায়িত্ব পালন করছেন। মালয়েশিয়ার সরকারের কৌশলগত উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) কেলেংকারিতে গত বছর থেকেই সমালোচনায় পড়েছেন নাজিব রাজাক। তার বিরুদ্ধে অভিযোগ, ওয়ানএমডিবি ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৬৮০ মিলিয়ন ডলার জমা করা হয়েছে। তবে নাজিব বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন। এমনকি ব্যক্তিগত অ্যাকাউন্টে যে অর্থ জমা পড়ার কথা বলা হচ্ছে, তা সৌদি আরবের অনুদান বলে তিনি প্রমাণ করারও চেষ্টা করেছেন। সৌদি কর্তৃপক্ষও এ ব্যাপারে তার পক্ষে স্বীকারোক্তি দিয়েছে।
অ্যারিজোনায় জয়ী হিলারি ও ট্রাম্প
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান দলের ডোনাল্ট ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হয়েছেন। রাজ্যটির রক্ষণশীল ভাবধারার লোকজন ট্রাম্পকে সমর্থন দিলেও হিলারির সঙ্গে আছেন অভিবাসীদের বড় একটি অংশ। অ্যারিজোনা ছাড়াও গত মঙ্গলবার ছোট অঙ্গরাজ্য ইডাহো ও উতায়ও প্রার্থী বাছাইয়ের ভোট হয়েছে। তবে এ দুটি রাজ্যের পুরো ফলাফল এখনো জানা যায়নি। এর আগে অ্যারিজোনায় ট্রাম্পের সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিক্ষুব্ধ হিসপানিক অভিবাসীরা রাজ্যের ফনিক্স শহরে রাজপথ অবরোধ করে।
বিতীয় দফায় নাইজারের প্রেসিডেন্ট হলেন ইসসোফু
মাথাভাঙ্গা মনিটর: বিতর্কিত দ্বিতীয় দফা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মোহাম্মাদু ইসসোফু দ্বিতীয়বারের মতো নাইজারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ইসসোফু ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। বিরোধীরা এই নির্বাচন বয়কট করে। প্রতিদ্বন্দ্বী হামা আমাদু পেয়েছেন ৮ শতাংশ ভোট। গত সপ্তায় আমাদু জরুরি চিকিত্সার জন্য ফ্রান্সে গেছেন। মোট ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে সরকারিভাবে জানানো হলেও বিরোধী জোট দাবি করেছে ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ। ইতোমধ্যে বিরোধী জোট নির্বাচনের এই ফলাফল গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিয়েছে। অপরদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ইসসোফু দেশটির সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।