কার্পাসডাঙ্গা সংবাদদাতা: দামুড়হুদার কুড়ুলগাছিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামী জীবনবীমা (তাকাফুল) প্রগ্রেসিভ ইনস্যুরেন্স কোম্পানি প্রতারণার ফাঁদে ফেলে চাকরি দেয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছে লাখ লাখ টাকা। গ্রাহকরা টাকা না পেয়ে আটক করেছে কোম্পানির সহকারী ম্যানেজার জুয়েলকে।
জানা গেছে, ২০১৫ সালের ডিসেম্বর মাসে উপজেলার কুড়ুলগাছি বাজারপাড়ায় মুদিদোকান ব্যবসায়ী আফতাবের বাড়িতে দুই হাজার টাকা মাসিক চুক্তিতে অফিস নিয়ে প্রগ্রেসিভ ইনস্যুরেন্স বিমা কোম্পানি এলাকার শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের নিয়ে তাদের বিমা কার্যক্রম শুরু করে এবং টানিয়ে দেয়া হয় কোম্পানির নামে একটি সাইনবোর্ড। কোম্পানির ম্যানেজার জিহাদ হাসান উপজেলার দর্শনা শ্যামপুরের লিপি খাতুন, হাসিবুল, আবুবক্কর, রাসেদুন্ননাহার, মুনিয়া খাতুন, রিনা খাতুন, হাবিবুর রহমান, কুড়ুলগাছির বিথি খাতুন, পারভীনা খাতুন ও মুন্নি খাতুনসহ ১০ জনকে মাঠকর্মী হিসাবে ৮ হাজার টাকা মাসিক চুক্তিতে নিয়োগ দেন এবং এদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জামানত রাখেন। প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পরে মাঠকর্মীরা বেতন না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। দুই মাস শাকিলা নামের একজন কর্মীকে দিয়ে অফিস পরিচালনার দায়িত্ব দেন কিন্তু বেশ কিছুদিন হলো শাকিলা আর অফিসে যান না। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর গোভীপুর গ্রামের ইসমাইলের ছেলে হাবিবুর রহমান জুয়েল অফিসে এসে মাঠকর্মীদের ফোন করে ডেকে এনে চলতি মাসের হিসাব-নিকাশ নিতে চান। এই সুযোগে মাঠকর্মীরা কৌশলে জুয়েলকে আটকে রাখেন এবং মাঠকর্মীরা তাদের জামানতের টাকা ফেরত চান। এ নিয়ে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়।