টি-টোয়েন্টির ফ্যান্টাসি ক্রিকেটে সেরা তিনে সাকিব

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফ্যান্টাসি ক্রিকেটে সেরা তিনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টেনে এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে না পারলেও ক্রিকেট ভক্তদের পছন্দের তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন সাকিব।

আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ফ্যান্টাসি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে সবচেয়ে বেশি দলে নেয়ার ক্রিকেটারদের ভেতর সাকিব রয়েছেন তিন নম্বরে। টুর্নামেন্টের উন্মাদনাকে ঘিরে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইট আয়োজন করে ফ্যান্টাসি লিগের। সেরা খেলোয়াড়দের এখানে ক্রিকেটপ্রেমীরা বাছাই করেছেন নিজের সেরা একাদশ। ভক্তদের বাছাই করা এই একাদশে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের বিরাট কোহলি। ৮৫.৭% ক্রিকেটপ্রেমী কোহলিকে তাদের দলে রেখেছেন, যা ফ্যান্টাসি লিগের সর্বোচ্চ। এর পরেই রয়েছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। রুটকে ৭৪.৩% মানুষ তাদের নিজেদের দলে রেখেছেন। এরপরের স্থানটাতেই রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৬.৭% মানুষ সাকিবকে তাদের দলে নিয়েছে।