চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের নবীনবরণ বার্ষিক বনভোজন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে নবীনবরণ, বার্ষিক বনভোজন ও  বসন্ত উৎসব পালিত হয়েছে। কলেজের শিক্ষার্থীরা দিনভর উৎসবমুখর পরিবেশে নেচে-গেয়ে উৎসবটি পালন করে। এ উপলক্ষে কলেজ চত্বরকে বর্ণিল সাজে সাজানো হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও সাংস্কৃতিক পর্বে অংশ নেন।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। অতিথি ছিলেন দর্শনা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক এবং মহিলা কলেজের তিন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, আব্দুল ওয়াহেদ, শহীদুল ইসলাম ও সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম। আয়োজনটি সমন্বয় করেন বাংলা বিভাগের প্রধান ড. মো. আব্দুর রশীদ।

বেলা ১১টায় কলেজের মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শিক্ষার্থীদের দলীয় পরিবেশনার পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা নাচ-গানসহ সাংস্কৃতিক পর্বে অংশ নেন। বিকেল পর্যন্ত চলে উৎসব ।

অনুষ্ঠান প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, এই কলেজে যোগদানের পর খেয়াল করি শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। শিক্ষার্থীদের কলেজমুখি করতে বিভিন্ন জাতীয় দিবসের পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্য প্রতিযোগিতাসহ নানান কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারে একসাথে নবীনবরণ, বার্ষিক বনভোজন ও বসন্ত উৎসব পালন করা হচ্ছে।