চুয়াডাঙ্গা জেলা সদরে অনুষ্ঠিত স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৩৯টির মধ্যে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্টুডেন্টস কেবিনেট বা ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীদের ফলাফলের তালিকা চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিতে থাকেন। গতকাল বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭ দাখিল মাদরাসার মধ্যে ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদরাসার ফলাফল প্রকাশ করা হয়।

মাধ্যমিক বিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীরা হলো- ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রভাতি শিফটের ৬ষ্ঠ শ্রেণি পদ্মা শাখার আল আমিন বাশার রাফিন, ৭ম শ্রেণি শাপলা শাখার সাবিত আল সাহাব, শালুক শাখার সাবিত ইসলাম শিথিল, ৮ম শ্রেণি মালতি শাখার তৌফিকুল ইসলাম তপু, মাধবি শাখার অরিয়ান শিফাত খান, ৯ম শ্রেণি বাণিজ্য বিভাগ ইউসুফ হক এবং ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগের আলিফ হোসেন ও ফারহান লায়েস আবেগ। চুয়াডাঙ্গা একাডেমি থেকে ৬ষ্ঠ শ্রেণি পদ্ম শাখার আলিফ, মেঘনা শাখার জুয়েল হোসেন, ৭ম শ্রেণি জুঁই শাখার রাতুল হাসান, ৮ম শ্রেণি কেয়া শাখার রাসেল আহমেদ, মহিউদ্দিন আল ইয়াসা, ৯ম শ্রেণি বিজ্ঞান বিভাগের ইয়াসিন রহমান এবং ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগের সাকিব ভূঁইয়া ও মানবিক বিভাগের সাকিব মাহমুদ। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার হাফিজা খাতুন, ৭ম শ্রেণি (খ) শাখার উম্মে কুলসুম তারিন, ৮ম শ্রেণির বৈশাখী খাতুন, তসনিয়া মুনতাহা, ৯ম শ্রেণির তাসনিম আরা সাদিয়া, মিতালী খাতুন এবং ১০ শ্রেণির মায়েশা খাতুন ও আকলিমা খাতুন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার ফয়সাল আহমেদ তপু (ক) শাখার সামী আহমেদ, ৭ম শ্রেণি (খ) শাখার মাহমুদুল হাসান, ৮ম শ্রেণির ওলি উল্লাহ, ৯ম শ্রেণির হাসিবুল হাসান, আতাউল্লাহ আশিক, এবং ১০ম শ্রেণির মঞ্জুরুল ইসলাম ও আব্দুল আওয়াল। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার উম্মে কুলসুম, ৭ম শ্রেণি (খ) শাখার জান্নাতুল মাওয়া, ৮ম শ্রেণি (খ) শাখার উম্মে হাফসা, ৯ম শ্রেণি বিজ্ঞান বিভাগের সাবিনা ইয়াছমিন, নুসরাত জাহান এবং ১০ম শ্রেণি মানবিক বিভাগের হাফসা খন্দকার ও রূপালী খাতুন। এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার ইসমাইল হোসেন, (খ) শাখার শান্তা ইসলাম মমো, ৭ম শ্রেণি (খ) শাখার কুমারী তিসা রানী, আয়েশা আক্তার, ৮ম শ্রেণি (খ) শাখার চাঁদনী আক্তার সুমি, ৯ম শ্রেণি (ক) শাখার বিপুল রানা এবং ১০ম শ্রেণি (ক) শাখার রাশিদুল ইসলাম ও (খ) শাখার কুমারী স্মৃতি রানী। রাহেলা খাতুন গার্লস একাডেমি থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার জেরিন আক্তার, (ক) শাখার সামিয়া সুলতানা মৌন, ৭ম শ্রেণি (খ) শাখার রজনী খাতুন, ৮ম শ্রেণি (ক) শাখার উমামা আক্তার উর্মি, জাকিয়া আসলাম, ৯ম শ্রেণি (ক) শাখার সালমা খাতুন, জেসমিন আক্তার এবং ১০ম শ্রেণি (ক) শাখার লতিফা খাতুন। কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণির মিনিয়ারা খাতুন, ৭ম শ্রেণির আঞ্জুমান আরা রাখী, ৮ম শ্রেণির আফিফা খাতুন, মিষ্টি খাতুন, ৯ম শ্রেণির মারিয়া খাতুন, রত্না খাতুন এবং ১০ম শ্রেণির মুন্নি খাতুন। কাথুলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার জেসমিন খাতুন, ৭ম শ্রেণি (খ) শাখার সোনিয়া খাতুন, (ক) শাখার শফিকুল ইসলাম,  ৮ম শ্রেণি (খ) শাখার সোনিয়া খাতুন, ৯ম শ্রেণির সাগর হোসেন, শাকিবুল হাসান এবং ১০ শ্রেণির রুবেল হোসেন ও রাজিব রানা। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (গ) শাখার বায়েজিদ, (ক) শাখার অনিক কুমার, ৭ম শ্রেণি (গ) শাখার শামিম সুমন, ৮ম শ্রেণি (খ) শাখার রুবেল, ৯ম শ্রেণি (খ) শাখার আহসান হাবীব, (ক) শাখার আরিফুল ইসলাম এবং ১০ম শ্রেণি (ক) শাখার সুমাইয়া খাতুন ও (খ) শাখার রাসেল হোসেন। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার কুদ্দুস আলী, (খ) শাখার রিমি খাতুন, ৭ম শ্রেণি (ক) শাখার লাবিব হোসেন, ৮ম শ্রেণি (ক) শাখার বিদ্যুৎ শেখ, জিতু হোসেন, ৯ম শ্রেণি (ক) শাখার রাশেদুল ইসলাম এবং ১০ম শ্রেণি (ক) শাখার ইমন মিয়া ও আলামিন হোসেন। হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার সাজন মিয়া, ৭ম শ্রেণি (ক) শাখার রিয়া খাতুর, ৮ম শ্রেণি (ক) শাখার শ্রী মানিক কুমার, (খ) শাখার মামুন মিয়া, ৯ম শ্রেণি (ক) শাখার ইরানী খাতুন, তুষার মোহাব্বত এবং ১০ম শ্রেণি (ক) শাখার উজ্জল হোসেন ও (ভোক) শাখার অন্তর মিয়া। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার নুসরাত জাহান, (খ) শাখার মুসলিমা খাতুন, ৭ম শ্রেণি (ক) শাখার রিফা জামান ফাইরুজ, ৮ম শ্রেণি (ক) শাখার নুসরাত জাহান খুশি, ৯ম শ্রেণির জান্নাতুল ফেরদাউস, সোহানা খাতুন এবং ১০ম শ্রেণির শাম্মি আক্তার ও সুমাইয়া খাতুন। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার সব্বির আহমেদ শান্ত, মোনায়েম আহমেদ, ৭ম শ্রেণি (ঙ) শাখার বিলকিস খাতুন, ৮ম শ্রেণি (খ) শাখার নাসিম উদ্দিন, নাজমুল হোসেন, ৯ম শ্রেণি (ক) শাখার আল সাকিব অন্ত এবং ১০ম শ্রেণি (গ) শাখার তানভির আহমেদ ও (ক) শাখর সাকিব মিয়া। আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার জুবায়ের আহমেদ, ৭ম শ্রেণি (ক) শাখার মামুন অর রশিদ, ৮ম শ্রেণি (ক) শাখার জুয়েল রানা, ফারিয়া ইসলাম, ৯ম শ্রেণির সোহানুর রহমান, মাজেদুল হক এবং ১০ম শ্রেণির সুমাইয়া তাবাচ্ছুম হক ও রাসেল আহমেদ। আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি থেকে ৬ষ্ঠ শ্রেণির জনি হোসেন, ৭ম শ্রেণির তৌফিকুর ইসলাম, জাহিদ হাসান, ৮ম শ্রেণির ফাতেমা খাতুন, মাসুম শেখ,  ৯ম শ্রেণির আফরোজা খাতুন, রুমি খাতুন এবং ১০ম শ্রেণির জান্নাতুল ফেরদৌসী। সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার রকিব হোসেন, ৭ম শ্রেণির শাহিনা খাতুন, আব্দুল্লা আল মাহমুদ, ৮ম শ্রেণির সাকিবুল হাসান, ৯ম শ্রেণির জহিরুল ইসলাম, সাকিব হোসেন এবং ১০ম শ্রেণির জিনারুল ইসলাম ও আল আমীন। মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার রাবিনা খাতুন, ৭ম শ্রেণি (ক) শাখার মাহাফুজ হোসেন, ৮ম শ্রেণি (ক) শাখার নাঈম হোসেন, মাহিন ইসলাম, ৯ম শ্রেণি বিজ্ঞান বিভাগের লিজা খাতুন, মানবিক বিভাগের হামিদুর রহমান এবং ১০ম শ্রেণি মানবিক বিভাগের হামিদুর রহমান ও সাগর আলী। নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (গ) শাখার উম্মে কুলসুম ইভা, (ক) শাখার জাহিদ হাসান, ৭ম শ্রেণি (ক) শাখার তন্ময় আহমেদ, রাহাত আমীন লিখন,  ৮ম শ্রেণি (ক) শাখার তুহিন শেখ, ৯ম শ্রেণি মানবিক বিভাগের রাশেদ আসিক রাতিন এবং ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগর তাসলিম মাহমুদ স্বাধীন ও মানবিক বিভাগের শাকিল খান। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার জামেনা খাতুন, ৭ম শ্রেণি (খ) শাখার মোজাম্মেল হোসেন, সুমাইয়া খাতুন, ৮ম শ্রেণির রুমা খাতুন, ৯ম শ্রেণি বিজ্ঞান বিভাগের আল আমিন, মানবিক বিভাগের পারভেজ, এবং ১০ম শ্রেণি মানবিক শাখার কাইয়ুম হোসেন ও পলাশউর রহমান। শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ) শাখার মাহফুজ সর্দ্দার, ৭ম শ্রেণি (খ) শাখার শিপন আলী, অরবিন্দু কুমার,  ৮ম শ্রেণি (ক) শাখার খাদিজা খাতুন, (খ) শাখার আতাউল্লা জনি, ৯ম শ্রেণি মানবিক বিভাগের শান্তনা খাতুন এবং ১০ম শ্রেণি মানবিক বিভাগের ইয়াকুব আলী ও জাহিদ হাসান। তিতুদহ  মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার মাসুম বিল্লাহ, (খ) শাখার সাগর আলী, ৭ম শ্রেণি (ক) শাখার সাদ আহমেদ, শরিফুল ইসলাম,  ৮ম শ্রেণি (ক) শাখার মতিয়ার রহমান, (খ) শাখার রাজন ইসলাম,  ৯ম শ্রেণির লাক্কু মিয়া এবং ১০ম শ্রেণির কনক রেজা অংকন। গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণি (ক) শাখার আসমা খাতুন, (খ) শাখার মানিক হোসেন, ৭ম শ্রেণি (ক) শাখার মনির হোসেন, (খ) শাখার রিপন মিয়া, ৮ম শ্রেণির নাহিদ মিয়া, ৯ম শ্রেণির রোজিনা খাতুন, রূপালী খাতুন এবং ১০ম শ্রেণির লাভলী খাতুন।

দাখিল মাদরাসা থেকে নির্বাচিত প্রার্থীরা হলো- হাজরাহাটি দারুল ইসলাম দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির পিয়াস আহম্মেদ, ৭ম শ্রেণির সুমাইয়া খাতুন, ৮ম শ্রেণির মামুন অর রশিদ, ইসমাইল হোসেন, ৯ম শ্রেণির সাব্বির হোসেন, প্রিয়া খাতুন এবং ১০ম শ্রেণির সজিব আহাম্মেদ ও লিভানী খাতুন। বেগমপুর দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির রকিবুল ইসলাম, মরিয়ম খাতুন, ৭ম শ্রেণির সজিব মিয়া, ৮ম শ্রেণির আশিক আহমেদ, মারিয়া খাতুন, ৯ম শ্রেণির কাউছার আলী, রাবেয়া খাতুন এবং ১০ম শ্রেণির নিয়ামুল হক। ডিঙ্গেদহ দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির সাজুক্তা খাতুন, লিজা খাতুন, ৭ম শ্রেণির ইমন আলী, ৮ম শ্রেণির মোতাহার হোসেন, ৯ম শ্রেণির ইমন হোসেন, সালেহা খাতুন এবং ১০ম শ্রেণির মিতা খাতুন ও মখলেছুর রহমান। সড়াবাড়িয়া দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির স্বজন আহম্মেদ, রূপালী খাতুন, ৭ম শ্রেণির সুরভী খাতুন, রবিউল ইসলাম, ৮ম শ্রেণির আশিক জাফর, ৯ম শ্রেণির শাহিন হোসেন, আব্দুল আওয়াল এবং ১০ম শ্রেণির নোমান আলী।আড়িয়া দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির তিথী খাতুন, ৭ম শ্রেণির মুনজিরা খাতুন, আলমগীর হোসেন, ৮ম শ্রেণির আব্দুল হাকিম, মাহফুজ রানা, ৯ম শ্রেণির হাসানুজ্জামান, খাদিজা খাতুন এবং ১০ম শ্রেণির সুলতান মিয়া। যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির শাফিয়া খাতুন, মিম খাতুন, ৭ম শ্রেণির তানভীর হোসেন, রজনী খাতুন, ৮ম শ্রেণির আবুল কালাম, ৯ম শ্রেণির সাইদ হাসান, জুরিয়া খাতুন এবং ১০ শ্রেণির শান্তা ইয়াসমিন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন জানান, চুয়াডাঙ্গায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্বাচনের ফলাফল জমা দিয়েছেন। বাকিগুলো আগামীকালের মধ্যে (আজ) জমা পড়বে।

উল্লেখ্য, ২১ মার্চ স্টুডেন্টস কেবিনেট বা ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয়সহ ৭টি দাখিল মাদরাসায় ভোটগ্রহণের কার্যক্রম চলে।