ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত সমর্থকরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত সমর্থিত কর্মী সোহাগ, তুষার, রিয়নসহ ৫-৭ জন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নিচতলায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষের জানালায় চেয়ার দিয়ে ভাঙচুর চালায়। এ সময় প্রার্থনাকক্ষের তিনটি জানালার কাঁচ ভেঙে যায়। এদিকে ভাঙচুরের ঘটনাটি জানাজানি হলে প্রক্টর অধ্যাপক মহবুবর রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্য এবং বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে প্রার্থনালয়ে ভাংচুরের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাত অস্বীকার করে বলেন, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা আমার জানা নেই, তবে আমার ছেলেরা এর সাথে জড়িত নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ ক্ষোভ প্রকাশ করে বলেন, টিএসসিসির ভেতরে আরও অনেক কক্ষ থাকতে কেনো আমাদের প্রর্থনাকক্ষে ভাঙচুর চালানো হয়েছে বলে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরাই ক্ষোভের পাত্র হয়ে গেছি, এ ব্যাপারে জানি কোনো বিচার হবে না তবুও আমরা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বিচার চাইবো।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। তবে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।