আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় পতাকা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাসদ আলোচনাসভা করেছে। ১৯৭১ সালের ২৩ মার্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বর্তমান তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। গতকাল ২৩ মার্চ বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়াম হলে আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। জাসদ নেতা সিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাসদ নেতা ডালিম হোসেন, রমজান আলী, আশরাফ আলী, শাহাদত হোসেন, মাহবুব আলী, রবিউল হক, রেজাউল হক, তালেব, বাবুল হোসেন, আহাদ আলী, আব্দুল জলিল, লেন্টু, মহিলা খাতুন, মহরম আলী, মঙ্গল আলী, গ্যালা, মিনাজ উদ্দীন, নবীছদ্দীন প্রমুখ। সভায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়। একই সাথে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।