আফগানিস্তানকে হারালো ইংল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ১৫ রানে হারালো ইংল্যান্ড। গতকাল বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ১৪৩ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শফিকুল্লাহর অপরাজিত ৩৫ রানের উপর ভর করে ১২৭ রান করতে সক্ষম হয় আফগানরা। ফলে ১৫ রানের জয় পায় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নেয় উইলি ও রশিদ। এর আগে শুরুর বিপর্যয় সামলে নিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ১৪৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নামলে আফগান বোলিং তোপে দলীয় ৫৭ রানে ছয় উইকেট হারানোর পর মঈন আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা।

ব্যক্তিগত ৪১ রানে (৩৩ বলে) অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটসম্যান। টুর্নামেন্টো সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে রুট-মরগানদের জন্য এটি জয় ছাড়া বিকল্প নেই। দিল্লির উইকেটে আফগান বোলিংয়ের সামনে রীতিমতো হিমশিম খায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ। বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দলীয় ৫৭ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে এক প্রকার ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। তবে সপ্তম উইকেটে ক্রিস জর্ডানের সঙ্গে ২৮ ও অষ্টম উইকেটে ডেভিড উইলির (২০ অপ.) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে দলের মাঝারি পুঁজি এনে দেন মঈন আলী। নির্ধারিত ওভার দলীয় সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৪২। দুই ওপেনার জেসন রয় (৫) ও জেমস ভিঞ্চি ২২ রান করে আউট হন। আগের ম্যাচের জয়ের নায়ক জো রুট (১২) রান আউটের ফাঁদে পড়েন। মোহাম্মদ নবীর বলে ক্লিন বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন মরগান। বেন স্টোকস ৭ ও জস বাটলার ৬ ও পেসার ক্রিস জর্ডানের ব্যাট থেকে আসে ১৫ রান। আফগানদের হয়ে দু’টি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবী। একটি করে উইকেট লাভ করেন আমির হামজা ও সামিউল্লাহ শেনওয়ারি।