অপরাজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনাসভার অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে অপরাজিত প্লাটফরমের সাথে অন্যান্য নেটওয়ার্কের আলোচনাসভার অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল ১০টার দিকে  প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সিডিএফ-চুয়াডাঙ্গা, স্টেপস-ঢাকা ও এসডিসির উদ্যোগে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা মিলনায়তনে উপজেলা লোকমোর্চার সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন ও আসমা হেনা চুমকি। আসাদুজ্জানের উপস্থাপনায় বক্তব্য রাখেন গোবিন্দপুর এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস, সাবেক কাউন্সিলর মনোয়ারা খাতুন, কুমারী ইউপি সদস্য জাহানারা, শিল্পী খাতুন, নাছিমা খাতুন, ফজিলা খাতুন প্রমুখ।