জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার সময়সূচি
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের চতুর্থ বর্ষ অনার্স বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষা আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ২৮ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে। এ পরীক্ষাও প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nu.edu.bd) থেকে পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতার এ তথ্য জানিয়েছে।
অনবদ্য অবদানের স্বীকৃতি : পদক পাচ্ছেন ৩২ নারী পুলিশ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড ( পদক) চালু করা হচ্ছে। চলতি বছর এ পদক পাচ্ছেন নারী পুলিশের ৩২ জন সদস্য। বুধবার পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে এ পদক প্রদানের কথা রয়েছে। পুলিশে নারী পুলিশের অভিষেক ঘটে ১৯৭৪ সালে। ৭ জন এসআই এবং ৭ জন কনস্টেবল যোগদানের মাধ্যমে। তখন এসব নারী পুলিশ সদস্যরা কাজ করতেন শাদা পোশাকে। ইউনিফর্মধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় দুই বছর পর ১৯৭৬ সালে। ওই ১৪ জন দুঃসাহসী নারীর যোগদানের মধ্যদিয়ে। বর্তমানে বিভিন্ন পদে নারী পুলিশের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। এর মধ্যে কনস্টেবল পদে প্রশিক্ষণার্থী আছেন ১ হাজার ২৬৯ জন। শতকরার হিসাবে তা ৬ দশমিক ০৩ শতাংশ। পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন- পুলিশ সদর দফতরের ডিআইজি মিলি বিশ্বাস, এআইজি রেবেকা সুলতানা, ডিএমপির ডিসি আবিদা সুলতানা, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন ওয়াজেদ প্রমুখ।
হোস্টেলের শৌচাগার থেকে ক্যাডেট কলেজের ছাত্রীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: গার্লস ক্যাডেট কলেজের গোস্টেলের শৌচাগার থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম লামিয়া তাবাসুম তুবা। কুমিল্লার মনোহরগঞ্জ থানার সাতপুকুরিয়া চিবোষী বাজার এলাকায় তার বাড়ি বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, তুবা (ক্যাডেট নং ৫৫৯) কলেজের খাদিজা হাউজের ৩০৫ নম্বর কক্ষে থাকতো। গতকাল সোমবার রাত বা মঙ্গলবার ভোরের যে কোনো সময়ে হোস্টেলের তৃতীয় তলার ৩০৩ ও ৩০৪ রুমের মাঝের শৌচাগারে আত্মহত্যা করে থাকতে পারে। অন্য ঘটনাও থাকতে পারে অপমৃত্যুর আড়ালে। তবে প্রথম সাময়িক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে।
ঘুমের ঘোরে রাইফেলের ট্রিগারে চাপ : আনসার নিহত
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় একটি ভোটকেন্দ্রের বাইরে দায়িত্ব পালনকালে ঘুমের ঘোরে নিজের রাইফেলের ট্রিগারে চাপ দিলে গুলিবিদ্ধ হয়ে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিশারকান্দি ইউনিয়নে মুরারবাড়ি সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম আল আমিন হোসেন (৪০)। তিনি একই উনিয়নের উমারের পাড় এলাকার আবদুল মালেকের ছেলে। বানারীপাড়া থানার ওসি জিয়াইল আহসান জানান, ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে পালন করছিলেন আল আমিন। ওই সময় চেয়ারে ঘুমিয়ে পড়লে অসাবধানতাবশত হাতে থাকা রাইফেলের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এবার দক্ষিণ কোরিয়ায় জিকা
মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ব্রাজিল সফর করে এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে পরীক্ষার পর জিকা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়। তাকে গোয়ানজু শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখা হয়েছে এবং বাড়ি ফিরে যাওয়ার পর তার চলাফেরা অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে। বিজ্ঞানীরা ব্রাজিলের গর্ভবতী নারীদের ওপর গবেষণা করে জানিয়েছেন, জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর অনাগত সন্তান মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। যদিও বিষয়টি এখনও পরীক্ষায় প্রমাণিত নয়। কিন্তু গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের প্রদুর্ভাবের পর দেশটিতে আশঙ্কাজনক হারে মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম হয়েছে। মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে তাদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট থাকে। এসব শিশু বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী হয়। এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত এডিস মশার মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায়। সম্প্রতি দক্ষিণ আমেরিকার পর জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বময় জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মন্ত্রী হচ্ছেন সু চি!
মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের ঐতিহাসিক গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভের পর পার্টি প্রধান অং সান সু চিকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নতুন সরকারের মন্ত্রিসভার তালিকায় স্থান দেয়া হয়েছে। দুই সন্তান বিদেশি নাগরিক হওয়ায় মিয়ানমারের সংবিধানের ধারা অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি সু চি। তিনি মন্ত্রিসভার পদ গ্রহণ করবেন না এমন ধারণাই ব্যাপকভাবে করা হচ্ছিলো। কিন্তু মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট এনএলডি দলীয় থিন কিয়াও পার্লামেন্টে মন্ত্রী হিসেবে যে ১৮ জনের নাম প্রস্তাব করেছেন, তার মধ্যে সু চি-র নামও আছে। সু চির অধীনে পররাষ্ট্র, জ্বালানি, শিক্ষা এবং প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রণালয় থাকবে। প্রস্তাবিত নতুন মন্ত্রিসভায় আর কোনো নারী সদস্য নেই বলে জানিয়েছে তিনি। নতুন প্রেসিডেন্ট কিয়াও সু চি-র ঘনিষ্ঠ মিত্র। কিয়াও প্রেসিডেন্ট হওয়ার আগে সু চি বেশ কয়েকবার বলেছেন, নতুন প্রেসিডেন্ট তার অধীনে থাকবে এবং সরকারি কোনো পদে না থেকেও তিনিই সরকার পরিচালনা করবেন। প্রস্তাবিত মন্ত্রিসভার ঘোষণা বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ সরকারের বাইরে থেকেই সু চি সরকারকে নিয়ন্ত্রণ করবেন বলে ধারণা করা হচ্ছিলো। মন্ত্রিসভার ১৮ সদস্যের মধ্যে ১৫ জন সু চির পছন্দে মনোনীত হয়েছেন। বাকি তিনজন সেনাবাহিনীর প্রধানের পছন্দে মনোনীত হয়েছেন।
ধর্ষক ছেলেকে পুলিশে দিলেন মা
মাথাভাঙ্গা মনিটর: কিশোরীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা নিজেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে এ ঘটনা ঘটেছে। রাজধানী শিলংয়ের পুলিশ সুপারিন্টেডেন্ট ভিভেক সিয়াম বলেন, কিশোরীকে ধর্ষণ ও খুনের দায়ে ভিকি সিয়েমলিয়েহকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছি আমরা। তার বক্তব্যের ফলে ওই কিশোরীর কাকা, যাকে গ্রেফতার করা হয়েছিলো এই ঘটনায় জড়িত সন্দেহে, তাকে মুক্তি দেয়া হয়েছে। প্রতিবেশী কিশোরীটি নিখোঁজ হওয়ার পর থেকেই ছেলের আচরণ অস্বাভাবিক লেগেছিলো মায়ের কাছে। কিন্তু যুবক যখন জানলো ধর্ষিতা ওই কিশোরীর শোকাহত মায়ের মৃত্যু হয়েছে। তখন তার ভেতর অনুশোচনা জাগে। মায়ের কাছে খুলে বলে সব। নিজের অপরাধ স্বীকার করে ২২ বছরের ওই কিশোর।