স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা মেহেরপুরগামী দুটি নৈশ কোচ পূর্বাশা ও চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। গতরাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হলিধানীর ভাঙা স্থানে ডাকাতদল ইট-পাটকেল নিক্ষেপ করে কোচ দুটি থামানোর চেষ্টা করে। চালক কৌশলে দ্রুত সরে পড়তে সক্ষম হয়। ডাকাতদলের নিক্ষেপ করা ইটে দুটি কোচেরই সামান্য ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মো. শাহিন বলেন, হলিধানী বাজারের নিকট সড়কে ভাঙা। ওই স্থানে ইটপাটকেল নিক্ষেপ করে থামানোর চেষ্টা করে। আমরা দ্রুত সরে পড়ায় ডাকাতদল কোচে ওঠার সুযোগ পায়নি। শুনেছি আমাদের সামনে থাকা পূর্বাশাতেও ইট মেরে থামানোর চেষ্টা করা হয়।