মেহেরপুর অফিস: মরমী সাধক বাউল সম্রাট লালন শাহ’র ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরের চাঁদবিলে ২২ ও ২৩ মার্চ ২ দিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রম কমিটির ভক্তবৃন্দের আয়োজনে শান্তি আশ্রমে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই লালন স্মরণোৎসব উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে ও শ্রী অনিল সাধু প্রতিষ্ঠিত চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিক-উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী পৌরসভার প্যানেল চেয়ারম্যান নবীরউদ্দিন, গাংনী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি ও সাংবাদিক আলামিন হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন শাশ্বত নিপ্পন, যুবলীগ নেতা সুভক্তগীন প্রমুখ।