মুন্সিগঞ্জ রোয়াকুলির গৃহবধূ রুবিনার রহস্যজনক মৃত্যু

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের স্কুলপাড়ার গৃহবধূ রুমানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘরের আড়ার সাথে ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের জিনারুলের স্ত্রী ২ সন্তানের জননী রুবিনা খাতুন (২৬) নিজ ঘরের আড়ার আসে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা জানায়, রুবিনার খালাশাশুড়ি স্বামী পরিত্যক্তা ফেরদোসী (৩৫) রুবিনাদের বাড়িতেই থাকেন। গড়চাপড়া গ্রামের আসাদের সাথে রয়েছে তার বিশেষ সম্পর্ক। এ সম্পর্কে রুবিনার আপত্তি ছিলো। তা নিয়ে বিরোধ দেখা দেয়। গতকাল বিকেল ৫টার দিকে আসাদের সাথে গৃহবধূ রুবিনার ঝগড়া বাঁধে। এ সময় গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলো না। সুযোগ পেয়ে আসাদ ও ফেরদৌসী মিলে রুবিনাকে মারধর করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুবিনার ঝুলন্ত লাশ প্রতিবেশীরা উদ্বার করে। তবে গ্রামের অনেকেই অভিযোগ তুলেছে, রুবিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখতে পারে। এলাকাবাসী এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ধারের দাবি জানিয়েছে।