মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্পিন বিষেই নিউজিল্যান্ডকে ধরাশায়ী করার ফাঁদ পেতেছিল স্বাগতিক ভারত। তবে সেটি হিতে বিপরীত হয় মহেন্দ্র সিং ধোনির জন্য, কিউই স্পিনের কাছেই নিজেরা ধরাশায়ী হয়ে হারে বড় ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল বুধবারের ম্যাচেও নাকি স্পিন বিষ প্রয়োগের চিন্তা করছে ভারত। ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে উইকেট বানানো হয়েছে, তা নাকি স্পিনারদের জন্য বেশ কার্যকরী হবে। ব্যাঙ্গালোরের ওই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। ম্যাচে স্পিনারদের বল বেশ বাঁক পেয়েছিলো। সেই সুযোগটাই নিতে চেষ্টা করছে ভারত।
চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেটের কিউরেটর পি আর বিশ্বনাথন বলেছেন, ব্যাঙ্গালোরে উইকেট টি-২০ ম্যাচের জন্য একেবারে আদর্শ। এখানে প্রচুর রানের পাশাপাশি বোলাররাও যথেষ্ঠ বাঁক আদায় করে নিতে পারবেন। তবে ধোনিদের প্রথম ম্যাচের ফলটাও ভুলে গেলে চলবে না। ওই ম্যাচে ভারতকে পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল নিতান্ত বাধ্য হয়েই। ম্যাচ হারার পর স্বয়ং ভারতের ক্রিকেটবোদ্ধারা সমালোচনা করেছিলেন এই বলে, নিজের ফাঁদেই ধরা পড়েছে ভারত।
এদিকে চিন্নাস্বামীর উইকেট থেকে সুবিধা আদায় করতে পারে বাংলাদেশও। সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকলাইন সজীব, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন ও সাব্বির রহমানের শক্তিশালী স্পিন অ্যাটাক সাজাতে পারেন মাশরাফি।