ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু। সকালে আম্রকাননে গার্ড অব অনার, কুঁচকাওয়াজ, শেখ হাসিনা মঞ্চে দিবসের আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল্লাহ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করেন। প্রতি বছরই দিবসটি পালন করছে মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন।