চুয়াডাঙ্গায় বিকাশের গ্রাহকদের কাছে ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: একটি চক্র বিকাশ গ্রাহকদের কাছে ভুয়া টাকার ম্যাসেজ পাঠিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই মূল ব্যালেন্স না চেক করে প্রতারণার শিকার হচ্ছে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকায়। বিষয়টি নিয়ে বহুবার পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।

চুয়াডাঙ্গার মখলেছুর রহমান নামের একজন বিকাশ গ্রাহক বলেন, গত রোববার আমার এক নিকটাত্মীয় আমার বিকাশ অ্যাকাউন্ট নম্বরে ১৪ হাজার টাকা পাঠায়। এর পর পরই এক অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৭৫৬০৫০৩৯৫ ও ০১৭০৫৫৫১৪২৯ নম্বর মোবাইল থেকে নিজেকে মামুন পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাতে। সে ঝিনাইদহ শহরের লোক বলে পরিচয় দিয়ে মোবাইলফোনে বলে, ‘ভুল করে আপনার বিকাশ নম্বরে ১০ হাজার টাকা চলে গেছে। টাকাটা ফেরত পাঠান।’ এ কথা শোনার পর মখলেছুর রহমান দেখতে পান ১০ হাজার টাকার একটি ম্যাসেজ ঠিকই এসেছে তার মোবাইল। কিন্তু বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে তিনি বিকাশের মূল ব্যালেন্স চেক করেন। তখনই প্রতারকের থলের বিড়াল বেরিয়ে যায়। দেখা যায় ১০ হাজার টাকার ম্যাসেজটি ছিল ভুয়া। এভাবে বেশ কিছুদিন ধরে একটি চক্র এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।