সড়কে বেরিকেড দিয়ে ধারারো অস্ত্রের মুখে বাস ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে চিকিৎসা নিয়ে চুয়াডাঙ্গায় ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েছে এজাজ পরিবহনের যাত্রীরা। গতকাল শনিবার ভোরে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-হেমায়েতপুর সড়কের মধ্যবর্তী স্থানে বেরিকেড দিয়ে ডাকাতি করে একদল ডাকাত। ডাকাত দলের ধারালো অস্ত্রের কোপে দু যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ থেকে প্রায় প্রতি সপ্তাহের শুক্রবার একটি বাস রাজশাহীর উদ্দেশে ছাড়ে। সারাদিন সেখানে থাকার পর রাতে ফেরে। এ বাসের অধিকাংশ যাত্রীই রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট চিকিৎসা নেয়ার জন্য এলাকার রোগী নিয়ে যান রোগীর লোকজন। গত শুক্রবার রাতেও মুন্সিগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়ে বাস। বাসটি পরিচালনার দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ সোনাতনপুরের এজাজুল। তার নামেই বাসের নাম- এজাজ পরিবহন। বাসটির পরিচালক এজাজুল বলেছেন, রাজশাহী থেকে পরশু শনিবার রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের উদ্দেশে বাসটি রওনা হয়। মেহেরপুরের গাংনী হয়ে হাটবোয়ারিয়া সড়কের হেমায়েতপুরের অদূরে পৌঁছুলে বাসটি ডাকাতদলের কবলে পড়ে। ডাকাতদল ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের নিকট থেকে টাকা মূল্যবান মালামাল ডাকাতি করে। পরিচালকের নিকট থেকে নগদ ২ হাজার ৩শ টাকা ও মোবাইলফোন, বাসের হেলপারের নিকট থাকা ১৩ হাজার টাকা ডাকাতি করে। ডাকাতদল এ সময় বাসের যাত্রী সোনাতনের কুতুব ও তার মাকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে।