মেহেরপুর অফিস: মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উদ্বোধনী দিনে বিশ্বাস ক্রীড়া চক্র ৭৮ রানে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করে। টসে জিতে শাপলা স্বেচ্ছা সেবী ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বিশ্বাস ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রকাশ সর্বোচ্চ ৭২ রান করেন। শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের পক্ষে সবুজ ৬ ওভার বল করে ৫২ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। ২৩৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ২৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ৪৪ ও বাপ্পি ৩৪ রান করেন। বিজয়ী দলের পক্ষে মামুন ও লিখন ৩ টি করে উইকেট লাভ করেন। ম্যাচে প্রকাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে লিগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।