ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী মকছেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর নির্বাচনে আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থী মকছেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত রাত ৮টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থী  মকছেদ আলী ১২ হাজার ১ শ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু পেয়েছেন ৮ হাজার ১শ ১২ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী আতিয়ার রহমান ৩ হাজার ৯শ ৬৬ ভোট পেয়েছেন।

এছাড়া ৯ ওয়ার্ড ১৯টি কেন্দ্রে  ১ নং ওয়াডে তুহিঙ্গির আলম তপন, ২ নং চুন্নু মিয়া, ৩ নং আশরাফুর ইসলাম মিঠু, ৪ নং তোরাব আলী, ৫ নং আশরাফুল আলম, ৬ নং আনোয়ার হোসেন, ৭ নং মোক্তার হোসেন, ৮ নং  মাজের্দ আলী, ৯ নং আলীরেজা, মহিলা সংরক্ষিত কাউন্সিলর ১ নং ২ নং  ও ৩ নং সুফিয়া বেগম, ৪ নং ৫ নং ৬ নং  ওয়ার্ডে ঝুমুর, ৭ নং ৮ নং ৯ নং  ওয়ার্ডে আনজুআরা বেগম নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ চলাকালীন সময় কোথাও কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৬৫ থেকে ৭০ ভাগ ভোট পোল হয়েছে বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।