আলমডাঙ্গা ব্যুরো: সরকার ঘোষিত ৮ম পে-স্কেলে বকেয়াসহ মার্চ মাসের বেতন, নন এমপিওভূক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দ্রুত এমপিওভুক্তির দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সর্বদলীয় বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ গতকাল দুপুরে আলমডাঙ্গা হাইরোডে এ মানববন্ধন পালন করে। গ্রীষ্মের প্রচণ্ড রোদ উপেক্ষা করে উপজেলার প্রায় সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন পালনের আগে আলমডাঙ্গা ডিগ্রি কলেজে শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। আতিয়ার রহমান মুকুলের সভাপতিত্বে সভায় উপস্থিত সকলের সম্মতিতে হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলুকে আহ্বায়ক করে আলমডাঙ্গা উপজেলা সর্বদলীয় বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এ সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, এরশাদপুর একাডেমির সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান মুকুল, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের প্রভাষক তাপস রশিদ, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নিগার সিদ্দীক ডিগ্রি কলেজের প্রভাষক আবু জাফর, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহমান, হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষদ্বয় আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মহাসিন আলী ও আলমডাঙ্গা আলিম মাদরাসা সুপার সিরাজুল ইসলাম মনোনীত হয়েছেন।
এ কমিটিতে উপজেলার সকল বেসরকারি বিদ্যালয়-মাদরাসা ও কলেজ প্রধানকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, নিগার সিদ্দীক ডিগ্রি কলেজের প্রভাষক আবু জাফর, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নূরুল ইসলাম দীপু, শিক্ষক মুনসুর আলী, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মহিতুর রহমান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহমান, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা আলিম মাদরাসার শিক্ষক মহাসিন কামাল, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী চেয়ারম্যান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আতিয়ার রহমান মুকুল।