মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় হতাহত যুবলীগ নেতাকর্মীদের পরিবারে চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে উপস্থিত হয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান হতাহত প্রতিটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। তারা প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল, ৫ কেজি মসুর ডাল ও ভোজ্য তেল ৫ কেজি এবং ২ হাজার করে টাকা দেন। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ইয়ানুর, সবুজ, ডালিম, মোহন, যুবলীগ নেতা মতি, সুইট, আহার, সারাফুদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেহেরপুর-মুজিবনগর সড়কে পিকনিক শেষে পাবনা এলাকার কৌশিক পরিবহনের একটি পিকনিকের বাসের সাথে শ্যালোইঞ্জিন চালিত একটি নসিমনের দুর্ঘটনায় যুবলীগের ৬ কর্মীর মৃত্যু হয়।