চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে সংবর্ধনা দিয়েছে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগ। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের হাপানিয়া উত্তরপাড়া মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীর, সদ্য বিলুপ্ত জেলা যুবলীগের কমিটির যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুর ইসলাম চন্দন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, জেলা যুবলীগ নেতা জাকারিয়া, রকিবুল ইসলাম রকু, খাদিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবান মাহমুদ, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান টোকন, হৃদয় হোসেন ফারুক, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু, যুবলীগ নেতা সুজন, বিটু, রতন, সাইদুর, সাইফুল, মঈনুল, কালু, মাহাবুল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, জাহাঙ্গীর, ইমরান, তাওরাত, রোকন, সোহাগ, শরিফ প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র জিপু চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সাথে আসন গ্রহণকারী অতিথিদের মাল্য প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, জনপ্রিয় নেতা ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজন প্রীতি দেখিয়ে অযৌগ্য প্রর্তীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হচ্ছে। তারা বলেন যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে যদি অযৌগ্য ও অগ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়, তাহলে এই ইউনিয়নের জনসাধারণকে সাথে নিয়ে ত্যাগী নেতা ও যোগ্য প্রার্থী চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত করে দাঁতভাঙা জবাব দেয়া হবে। আনুষ্ঠানে জিপু চৌধুরী ও জিল্লুর রহমানের রাজনীতিতে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে হাপানিয়া গ্রাম থেকে জামায়াত-বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগের সভাপতি ইন্তাদুল মেম্বার। প্রেসবিজ্ঞপ্তি।