স্টাফ রিপোর্টার: দামুড়হুদার পীরপুরকুল্লার গমচাষি আতাউর রহমান মোল্লার বাম হাতের কবজির ওপর থেকে কেটে শরীর থেকে বিছিন্ন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে নিজ বাড়িতে গম ঝাড়া মেশিনে গম ঝাড়তে গেলে দুর্ঘটনার শিকার হন।
আতাউর রহমান মোল্লাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার শয্যাপাশে থাকা নিকটজনেরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, মৃত আবেদ আলীর ছেলে আতাউর রহমান মোল্লার বাড়িতে ছেলেরা মেশিনে গম ঝাড়ছিলো। এ সময় আতাউর রহমান গম ঝাড়তে গেলে বাম হাত মেশিনে ক্ষতবিক্ষত হয়। তাকে উদ্ধার করে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। শরীর থেকে তার ক্ষতবিক্ষত হাতটি কেটে বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।