কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১শ ১টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ২২টি কেন্দ্র সাধারণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। এর মধ্যে বহলবাড়িয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬টি ও সাধারণ ৩টি। তালবাড়িয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৪টি, ঝুঁকিপূর্ণ ২টি ও সাধারণ ৩টি। বারুইপাড়া ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ৪টি। ফুলবাড়িয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ২টি ও সাধারণ ২টি। আমলা ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ৩টি। সদরপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও ঝুঁকিপূর্ণ ২টি। ছাতিয়ান ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ৩টি ও সাধারণ ১টি। পোড়াদহ ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও সাধারণ ২টি। কুর্শা ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও সাধারণ ২টি। মালিহাদ ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ১টি। আমবাড়িয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ১টি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন।