সানি-তাসকিনের অ্যাকশন টেস্টের ফল নিয়ে অনিশ্চয়তা

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশি বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে দুর্ভাবনা যেন কাটছেই না। প্রথমে শোনা গিয়েছিলো মার্চের ১৬ তারিখেই সানির বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পাওয়া যাবে। কিন্তু ২ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে অন্ধকারেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছু জানানো হয়নি আইসিসি’র তরফ থেকেও। এদিকে তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন ১৪ মার্চ। কিন্তু তখন নিশ্চিত করে জানানো হয়নি ঠিক কবে প্রকাশ করা হবে এ ডানহাতি পেসারের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল।

আইসিসির নিয়মানুযায়ী কোনো বোলারের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট দেয়ার নিয়ম ১৪ দিনের মধ্যে। তবে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে দ্রুততম সময়ের মধ্যে এ রিপোর্ট দেয়ার নিয়ম রয়েছে। ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিন-সানির রিপোর্ট এখনো হাতে না আসায় অস্বস্তিতে আছে টিম ম্যানেজমেন্ট। আর সেই অস্বস্তি হয়তো গড়াতে পারে অজিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল সাজানো এবং পরিকল্পনায় বিঘ্ন ঘটা পর্যন্ত। বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ শেষে সানি এবং তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দু আম্পায়ার। এরপরই তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা করার জন্য দুই টাইগার বোলারকে পাঠানো হয় চেন্নাইয়ের পরীক্ষাগারে।