প্রতিরোধের মুখে বোমা ফাটিয়ে ডাকাতদলের পলায়ন

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: ডাকাতি করতে এসে বাড়ির মালিকের সাথে ধস্তাধস্তি করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে ডাকাতদল। গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সনৎ মণ্ডলের ছেলে আলম মণ্ডলের বাড়িতে রাত ১টার দিকে ৪/৫ জনের ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরে প্রবেশ করার সাথে সাথে বাড়ির মালিক চিৎকার ও চেচামেচি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদল অবস্থা বেগতিক দেখে পালিয়ে যাওয়ার সময় পর পর দুটি বোমার নিক্ষেপ করে। একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্য বোমাটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরিত্যক্ত বোমাটি কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেন।