পাউয়ারটিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ভুট্টাগাছ ভর্তি পাউয়ারটিলারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়ার ডুমুরিয়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডুমুরিয়া গ্রামের ইউপি সদস্য মোছাদ্দেক আলীর পাউয়ার টিলারচালক গ্রামের হুমায়ুন কবীরের ছেলে লতিফুর রহমান মাঠ থেকে ভুট্টাগাছ বোঝায় করে বাড়ি ফিরছিলো। ডুমুরিয়া মাদরাসার অদূরবর্তী কাঁচামাল ক্রয় কেন্দ্রের সামনে এসে পৌঁছুলে একই গ্রামের এমাজ উদ্দিনের ছেলে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র লাবু (১১) চলন্ত পাউয়ার টিলারে উঠতে গেলে হাত ফসকে পড়ে পড়ে যায়। পাউয়ার টিলারের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মুত্য হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের ঈদগা ময়দানে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই শ্যামল সমদ্দার জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। নিহত শিশুটির পরিবার আপত্তি না তোলায় কোনো মামলা হয়নি।