নেশাগ্রস্ত অবস্থায় ডিঙ্গেদহের তিনজন গ্রেফতার : হাসপাতালে নিয়ে ওয়াশ

 

স্টাফ রিপোর্টার: আল-দ্বীনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আনিছুজ্জামান সবুজসহ চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ এলাকার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু রাতে এদেরকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরশু রাতেও হাসপাতালে নিয়ে ওয়াশ করানো হয়। গতকাল আদালতে সোপর্দ করা হলে তিনজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ মোকামতলার আলী হোসেনের ছেলে আনিছুজ্জামান, ডিঙ্গেদহের ইউনুস আলীর ছেলে সাগর ও তার ভাই শামীম। পুলিশসূত্র বলেছে, পরশু বৃহস্পতিবার গভীর রাতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলযোগে তিনজন বেপরোয়াগতিতে ছুটছিলো। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফি উল্লাহর গাড়ি অতিক্রম করলে তিনি পিছু নেন। ডিঙ্গেদহ বাজারে গিয়ে তিনজনকে আটক করেন। তিনজনের মুখেই ছিলো তাড়ির তীব্র গন্ধ। গ্রেফতারের পর নেয়া হয় হাসপাতালে। ওয়াশ করা হয়।