খবর: (চুয়াডাঙ্গায় সরকারি কর্মসূচি পালনে সরকারি বহু দফতরের কর্তাদের দেখা মেলে না)
মাথার কাছে তেলের শিশি
নাক ডাকিয়ে ঘুমোন পিসি
ঘুম ভাঙে না সাহেব বাবুর
কারণ তিনি জাগেন নিশি।
ভাল্লাগে না কাজে কামে
বাইরে এলে বড্ড ঘামে
অফিসারের খোশ আমদেদ
পয়সা টাকা আসে খামে।
সব ঝামেলার সাত ঝামেলা
মাথায় নিয়ে হাঁটেন তিনি.
সরকারি সব সুযোগ নিয়ে
রাগে ক্ষোভে ফাটেন তিনি।
তিনি কে গো তিনি কে
দু’হাত তুলে চিনি কে?
_আহাদ আলী মোল্লা।