মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টি মানেই অর্থের ঝনঝনানি। বিশ্বজুড়েরই টি-টোয়েন্টি লিগে খেলে কোটি কোটি টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও যেন হাটছে সে পথে। গতবারের তুলনায় এবারের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অর্থের পরিমাণ ৩৩ শতাংশ বেশি। ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের গ্রহণযোগ্যতা। আগের তুলনায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোও পাচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বিশ্বকাপের সুপার টেনে একটি ম্যাচ জিতলেই জয়ী দল পাবে প্রায় ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ টাকারও বেশি। সুপার টেন থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনালে উঠলেই ৭ লাখ ৫০ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৮৮ লাখ টাকা পাবে দলগুলো। সেমিফাইনাল টপকে ফাইনালে উঠে হেরে গেলেও থাকছে বিপুল পরিমাণ অর্থ। আইসিসি রানারআপ দলকে দিচ্ছে ১১ কোটি ৭৬ লাখ টাকা। আর বিশ্বকাপ জয়ী পাবে ২৭ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের অংশ নেয়া মোট ১৬টি দলকেই দেয়া হয়েছে ৩ লাখ ডলার করে।