আলমডাঙ্গার ছোটপুটিমারী গ্রামে ছেলের কন্যা বিদ্যুত স্পৃষ্ট হয়ে আহত হবার ঘটনা বর্ননা দিতে গিয়ে ঘরের টিনে বিদুতায়িত হয়ে বৃদ্ধার করুণ মৃত্য

 

অনিক সাইফুল/জাহাঙ্গীর আলম: আলমডাঙ্গার ছোটপুটিমারী গ্রামে নাতনির বিদ্যুতস্পৃষ্ট হওয়ার বর্ণনা দিতে গিয়ে বিপত্তি ঘটেছে। ঘরের টিনের চালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৪ সন্তানের জননী দাদির করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী পশ্চিমপাড়ার আলম মিস্ত্রির স্ত্রী ৪ সন্তানের জননী সারজিনা (৫০) নিজ ঘরের টিনের চালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। পারিবারিকসূত্রে জানা যায়, মোসার উদ্দিনের মেয়ে সোনালী (৯) সন্ধ্যাবাতি জ্বালানোর জন্য ঘরে ঢোকে। এ সময় বিদ্যুতায়িত টিনের ঘরের চালে হাত পড়লে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে সোনালী। পারিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে ধরে মাথায় পানি ঢালতে থাকে। সোনালী একটু সুস্থ হলে প্রতিবেশীরা জানতে চায় কিভাবে ঘটনা ঘটেছে। সোনালীর দাদি সারজিনা বেগম ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভেজা কাপড়ে সেই বিদ্যুতায়িত টিনের চালে হাত দেন। সাথে সাথে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গতরাত ১০টার দিকে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।