অস্ট্রেলিয়াকেও হারালো নিউজিল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৪৩ রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে নিউজিল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিঙের সামনে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করতে পারে অস্ট্রেলিয়া। ফলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে উসমান খাজা। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেটে নেন ম্যাকক্লিগান। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার ধর্মশালায় টসে জিতে মার্টিন গাপটিলের ৩৯ রানের উপর ভর করে ১৪২ রান করে তারা। এছাড়া কেন উইলিয়ামস ২৪ রান ও ইলিয়ট করেন ২৭ রান। বল হাতে ম্যাক্সওয়েল ও ফকনার ৩ ওভারে ২ উইকেট নেন।