দামুড়হুদার মুন্সিপুর-হুদাপাড়া সীমান্তে মদ ও ফেনসিডিল উদ্ধার

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার মুন্সিপুর-হুদাপাড়া বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন। মুন্সিপুর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৭টার দিকে ক্যাম্পের হাবিলদার আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার কুতুবপুর ঈদগাপাড়ায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩৯ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। অপরদিকে একই রাতে হুদাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার জাহাজপোতা কবরস্থান মাঠে  সেখান থেকে ৩০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

 

 

Leave a comment