দামুড়হুদার জগন্নাথপুর-বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর-বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ৯৫/০৩টি এর পিলারের নিকট  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে জগন্নাথপুর ক্যাম্পের বিওপি কমান্ডার সুবেদার কাজী রবিউল ইসলাম। অন্যদিকে ভারতের ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে গোংরা ক্যাম্পের কমান্ডার এসআই রঞ্জিত কুমার। অপরদিকে বিকেল ৪টার দিকে বাড়াদীর ৯৩/০৩ পিলারের নিকট নায়েক সুবেদার ইসলাম উদ্দীনের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে নেতৃত্বে  দেন ১১৩ বিএসএফের বিজয়পুর ক্যাম্পের কমান্ডার এসআই মদনলাল।