মুজিবনগরের দারিয়াপুরে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী তৌফিকুল বারী বকুল নির্বাচন করায় সাংবাদিক সম্মেলন করেছেন বহিষ্কৃত নেতারা। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম পাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের বহিষ্কৃত সহসভাপতি আব্দুর রশিদ, প্রচার সম্পাদক জাহিদ হাসান রাজিব, দফতর সম্পাদক হাফিজুর রহমান তুফান, কোষাধ্যক্ষ হাসান আল সবুজ পাল, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম ও সদস্য রুহুল আমিন। লিখিত বক্তব্য তিনি বলেন, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের ৬৫ সদস্যের মধ্যে ৪৫ জন তৌফিকুল বারী বকুলকে সমর্থন করেন। কিন্তু জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অগ্রহণযোগ্য একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। তারা বলেন, এ ঘটনায় দলীয় নেকতাকর্মীদের সাথে সমন্বয় না করে তিনি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। যা তারা মেনে নেবেন না।