স্টাফ রিপোটার: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন এলাকায় মাদকব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেদারছে বিক্রি করছে মাদকদ্রব্য। এতে যুবসমাজ ধাবিত হচ্ছে অবক্ষয়ের দিকে। মাদকাসক্ত বৃদ্ধির সাথে সাথে সমাজে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। এলাকাবাসী অভিযোগ করে বলেছে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের এরশাদ আলীর ছেলে টোকন (২৮), মুরাদ আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫), আজের আলীর ছেলে বিল্লাল (৫০), নাজিম উদ্দীনের ছেলে আশাদুল হক (৪০), মিনাল উদ্দীনের ছেলে আজিবার (৫০) বগার ছেলে মাদক সম্রাট কচি (৩০) একই ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের পাঞ্জাব কাহারের ছেলে পিজর আলী (৫০) ও একই গ্রামের ইলিয়াছ আলীর ছেলে আবুল কাশেম (৪৫)। মাদকদ্রব্য বেচাকেনা চলতে থাকলে এলাকার যুব সমাজ বিপদগামী হয়ে পড়বে। যে কারণে ব্যক্তি ও পরিবার পড়বে ধ্বংসের মুখে। এখনই মাদক কারবারীদের দমন না করা গেলে কলুষিত হবে সমাজ। মাদকের দিকে ঝুঁকে পড়বে আজকের প্রজন্ম। মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসানের নিকট হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।