জামজামি প্রতিনিধি: ঢাকাস্থ সংগঠন ‘জেগে আছি’র উদ্যোগে গতকাল আলমডাঙ্গার ভোদুয়ায় এক শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ১ জোড়া বলদগরু অনুদান দেয়া হয়েছে। এ অনুদান শহীদ মুক্তিযোদ্ধা হামিদার রহমানের সহধর্মিনী মোছা. আবেদা খাতুনের হাতে তুলে দেন ঢাকাস্থ ‘জেগে আছি’ সাংবাদিক সংগঠনের পক্ষে আলমডাঙ্গার কৃতী সন্তান দৈনিক ইত্তেফাকের সহসম্পাদক আব্দুল্লাহ নুহু। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাংবাদিক ইমদাদ হোসেন, সাংবাদিক ফিরোজ ইফতেখার, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কেএ মান্নান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জুয়েল রানা প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ বীর মুক্তিযোদ্ধা হামিদার রহমান ৭১’র চুয়াডাঙ্গায় পাক হানাদার বাহিনীর সাথে সমুখ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন।