টিপ্পনী

 

 

খবর: (চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস)

 

ভোক্তারা সব ভেজাল খেয়ে

পড়ে নানান রোগে,

বাতের ব্যথায় ভাতের ব্যথায়

সারা জীবন ভোগে।

 

ডালে ভেজাল চালে ভেজাল

ভেজাল চিড়ে-মুড়িতে,

খাওয়ার দোষে জীবন গেলো

অসুখ জমে ভুঁড়িতে।

 

ভেজাল ভেজাল ব্যবসা করে

ফোলায় ভুঁড়ি যারা,

বলতে পারেন ওই বেটাদের

দেয় কারা আশকারা?

 

আহাদ আলী মোল্লা