দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ফিল্ড মনিটরিং অফিসার ফয়সাল আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রগতিশীল কৃষক দীন মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, বিসিআইসি সার ডিলার মফিজুল ইসলাম, জগবন্ধু বোস, আবু হানেফ, রবিউল হোসেন, ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান। প্রধান অতিথি কৃষিখাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু।